অপরাধী মনে করে কাদেঁ ..
এমন একজনকে ভালবাস
যার ভেতর সারাক্ষণ
তোমাকে হারানোর ভয় থাকবে. ;(
@@
যদি কাউকে সত্যিকরে ভালবাসতে ন
া পার,
তা না হলে একাই থাকো,
I LOVE U বলে শেষে মন ভেঙো না,
সত্যিকারের
ভালোবাসা একবার অনুভব করে দেখ
কতটা পবিত্র ও শান্তির.
যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো,
তাহলে পাথরে খোদাই
করে লিখে রাখো ''একদিন তুমিও
কষ্ট
পাবে সেই একই কারনে ..... ;( ;( ;(
@@ ভালবাসাটা একটা অনুভূতি ।
সবার
মাঝে এ অনুভূতি কাজ করে না । আর
যখন এ অনুভূতি নিজের মাঝে তার
ক্রিয়া কর্ম শুরু
করে নিজে কে ধরে রাখা কঠিন
হয়ে যায় । যখন এ অনুভূতি মানুষ প্রকাশ
করতে পারে না তখন দু'চোখ
বেয়ে অশ্রু
গড়িয়ে পরে । আর এ অশ্রু শুধু সেই
মানুষটাই
থামাতে পারে যে মানুষটিকে সে ভ
ালবাসে তাই ভালবাসার
মানুষকে কখন কষ্ট দিও না। ;( ;(
@@ আমি হাসাতে ভালবাসি।
কাদাতে নয়।আমি কষ্ট
পেতে ভালবাসি।কষ্ট দিতে নয়।
আমি মন কে ভালবাসি।রুপ কে নয়।
আমি সব ভুল তে পারি সুদু (R)
তোমাকে নয়।
@@"বন্ধু তো সবারই থাকে,
তবে জড়িয়ে ধরে
কাঁদতে পারার মত বন্ধু খুব কমই থাকে।"